Portland-এ এই সময় অনেক _______ ফুল ফোটে
গোলাপ কোথায় ফোটে?
Willamette, Portland-এর একটা ______-র নাম
Portland-এর নদী কি?
____ দিয়ে শুনি।
কান কি?
______ পড়ি আর _____-য় লিখি।
বই আর খাতা কি?
এটা একটা tropical ফল, যেটা West Bengal-এ গরমকালে পাওয়া যায়।
আম কি?
India-র জাতীয় পাখী।
ময়ূর কি?
আমাদের হাতে দশটা আছে।
আঙুল কি?
এক ______ দুধ।
বোতল কি?
গরমের ঋতু।
গ্রীষ্মকাল কি?
আকাশে সাত রঙের ________।
রামধনু কি?
আমাদের মাথায় আছে দুটো _______, ________, _______, _______
চোখ, গাল, ঠোঁট, কান, ভুরু
এক _______ জল।
গেলাস কি?
দিনের শুরুর সময় আর দিনের শেষের সময়।
ভোরবেলা আর রাত্রিবেলা কি?
সুন্দরবনে থাকে, হলুদ কালো ডোরা কাটা
বাঘ কি?
Cartwheel করার সময় ________ নীচে আর _______ ওপরে
মাথা আর পা কি?
পার্কের _______-য় দুলি।
দোলনা কি?
"আ" দিয়ে শুরু এরকম চারটে ফলের নাম বল।
আঙুর, আতা, আম, আনারস কি?
সকালের আকাশে থাকে, রাতের আকাশে থাকে
সূর্য আর চাঁদ কি?
Heel = _________ আর Heal = _________
গোড়ালি কি? সেরে ওঠা কি?
দরজায় ______ দেওয়া, _____ দিয়ে খুলতে হবে।
তালা, চাবি কি?